২০২৪ সালের মধ্যে করোনাপূর্ব স্তরে পৌঁছবে উড়োজাহাজের বৈশ্বিক চাহিদা

২০২৪ সালের মধ্যে কভিডপূর্ব স্তরে পৌঁছবে উড়োজাহাজের বৈশ্বিক চাহিদা
করোনা মহামারীতে সব থেকে বিপর্যস্ত হয় উড়োজাহাজ ব্যবসা।
নভেল করোনাভাইরাসের প্রকোপ কিছুটা স্তিমিত হলে ব্যবসা পুনরুদ্ধারে নামে উড়োজাহাজ সংস্থাগুলো।
এর পরিপ্রেক্ষিতে আগামী দুই দশকে প্রতি বছর আকাশ ভ্রমণে বার্ষিক ৪ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে বোয়িং।
মার্কিন উড়োজাহাজ নির্মাতা জায়ান্টটি বলছে, আগামী দুই বছরের মধ্যে আকাশ ভ্রমণের চাহিদা কভিডপূর্ব স্তরে পৌঁছবে।

বোয়িংয়ের মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাণিজ্যিক বিক্রি ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ওমর আরেকাত বলেন, ২০২৪ সালের মধ্যেই উড়োজাহাজের চাহিদা কভিডপূর্ব স্তরে পৌঁছবে।
এছাড়া মধ্যপ্রাচ্যের আকাশ ভ্রমণের চাহিদা আগের বছরের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি হবে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বার্ষিক সাধারণ সভায় ওমর আরেকাত জানান, বাজার ক্রমে সম্প্রসারিত হচ্ছে। দেখা যাচ্ছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসিভুক্ত দেশগুলোতেই তিন হাজার কার্গো ও মালবাহী উড়োজাহাজের চাহিদা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.