২০২৪ সালের মার্চে রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীবারও প্রার্থী হবেন কিনা সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
গতকাল সোমবার বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এ সম্পর্কে কথা বলার সময় এখনো আসেনি।
দিমিত্রি পেসকভ বলেন, এ নিয়ে এখনও পর্যন্ত রাষ্ট্রপতির তরফে কোনও বক্তব্য আসেনি।
২০২১ সালে পুতিন এমন একটি আইনে স্বাক্ষর করেন যার ভিত্তিতে জীবদ্দশায় আরও দুই বার রাষ্ট্রপতি পদে প্রতি&দ্বন্দ্বিতার সুযোগ পাবেন তিনি। সেক্ষেত্রে ২০৩৬ সাল পর্যন্ত ক্রেমলিনের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ পাবেন ঝানু এই রাজনীতিক।