গত মঙ্গলবার ছিল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। এদিন সন্ধ্যার পর ২ সন্তান- আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে কেট কাটেন এই নায়ক। পাশাপাশি দিনভর সিক্ত হন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা-ভালোবাসায়।
বুধবার ভক্ত-অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন— সব প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী।
আমার বিশ্বাস— আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে বাকি জীবনটা পার করতে চাই।
জন্মদিনের রাতে কেক-উপহার নিয়ে শাকিবের বাসায় হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও জয়। এর পর আনন্দ-উচ্ছ্বাসে পুত্রের সঙ্গে কেক কেটেছেন ঢালিউড নবাব। এমনকি বাবাকে কাগজে তৈরি একটি প্রতীকী শার্টও উপহার দিয়েছেন জয়। এ সময় শাকিবের বোন, ভগ্নিপতিও উপস্থিত ছিলেন।
আসছে ঈদে মুক্তির কথা আছে শাকিব খান অভিনীত ২ সিনেমা- ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’।