হাই কোর্টে শুনানি শেষে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন ইমরান

আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এরপর রাজধানী ইসলামাবাদে আয়োজিত সমাবেশে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই সমাবেশের ডাক দিয়েছে পিটিআই।

পাকিস্তানের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সংহতি জানিয়ে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছে পিটিআই। সেখানে সমর্থকদের উদ্দেশ্যে পিটিআই চেয়ারম্যান ভাষণ দেবেন বলে পিটিআইয়ের টুইটার পেজে বলা হয়েছে।

আল-কাদির ট্রাস্ট মামলা সংক্রান্ত শুনানির জন্য ইমরান খানের আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে তাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাকে আধাসামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় এনএবি।

পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

এরপর পিটিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সংহতি জানিয়ে আজ সমাবেশের ডাক দেওয়া হয়। পিটিআইয়ের নেতারা টুইটার পোস্টে বলেছেন, সুপ্রিম কোর্টের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা জানাতে আজ পাকিস্তানের প্রত্যেক নাগরিকের নিজ নিজ এলাকার রাস্তায় বেরিয়ে পড়া উচিত।

এদিকে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাদের গ্রেফতার অব্যাহত রয়েছে। আজ শুক্রবার ভোরে পিটিআইয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক মানবাধিকার বিষয়কমন্ত্রী শিরিন মাজারিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.