মারা গেলেন বিশ্বের দীর্ঘতম নাকের অধিকারী মেহমেত

বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী মেহমেত ওজুরেক (৭৫) মারা গেছেন। গত সোমবার (২২ মে) গিনেস রেকর্ডসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। তুরস্কের আর্টভিন শহরের নিজ বাসভবনে মেহমেতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মেহমেত। গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই সময় তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

তুরস্কের বাসিন্দা মেহমেতের নাক ৩ দশমিক ৪৬ ইঞ্চি লম্বা। ২০২১ সালের নভেম্বরে গিনেস কর্তৃপক্ষ এই রেকর্ডের তথ্য নিশ্চিত করে। বিশ্বের দীর্ঘতম নাকের এই মালিক ২০২১ সালে গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে বলেছিলেন, তার ঘ্রাণ শক্তি অন্য মানুষের তুলনায় আলাদা।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, জীবনের প্রতি মোহের জন্য সুপরিচিত ছিলেন মেহমেত। রেকর্ড-ভাঙা নাকের মালিক হয়ে তিনি মানুষের কাছ থেকে কী ধরনের ভালোবাসা পেয়েছিলেন, তা প্রায়ই বলতেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.