চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের

বাংলাদেশিদের জন্যে চিকিৎসা সহজ করতে চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ যাতে দক্ষিণ চীনের এই শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারেন সেজন্যই এই পরিকল্পনা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, শনিবার (২৯ মার্চ) এয়ারলাইন্সের কর্মকর্তারা চীন সফররত বাংলাদেশ প্রতিনিধিদলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চীন ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারণ করেছে। তবে চীন ভ্রমণের ক্ষেত্রে উচ্চ বিমান ভাড়াকে এই উদ্যোগের একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে পরিকল্পিত ফ্লাইট পরিচালিত হলে ভ্রমণ খরচ ও সময় উভয়ই কমে আসবে। ফলে আরও বেশি বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবার সুবিধা নিতে পারবেন।

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানান, কুনমিংয়ের হাসপাতালগুলোর নির্দিষ্ট ফ্লোর শুধু মাত্র বাংলাদেশিদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে।

চিকিৎসা খরচও তুলনামূলক কম বলে তিনি উল্লেখ করেন। কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা-কুনমিং ফ্লাইটের বিমান ভাড়াও কমানোর উদ্যোগ নিয়েছে।

 

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হবে।

এদিকে বাংলাদেশ এপ্রিল মাসে সাংবাদিকদের বড় একটি দল কুনমিং পাঠাবে। যাতে তারা চীনের চিকিৎসা সুবিধাগুলো স্বচক্ষে দেখতে পারেন।

গত মাসে প্রথমবারের মতো বহু বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিং ভ্রমণ করেছেন। তারা হাসপাতালগুলোর মানের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তবে অনেকেই ভ্রমণ ব্যয় বেশি বলে জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.