এয়ারবাস থেকে ৫০০ বিমান কিনবে ইন্ডিগো
ভারতের বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইনস একসাথে ৫০০ যাত্রীবাহী বিমান কিনবে। সোমবার প্যারিসের এয়ার শোয়ে বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাসের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।
চুক্তি অনুযায়ী, এয়ারবাস থেকে এ৩২০ সিরিজের ৫০০ যাত্রীবাহী বিমান কিনবে প্রতিষ্ঠানটি। এর আগে একসাথে ৪৮০টি বিমান কিনেছিল ইন্ডিগো। এতদিন এটাই ছিল একসাথে সবচেয়ে বেশি যাত্রীবাহী বিমান কেনার রেকর্ড।
নিজেদের সেই রেকর্ড সোমবার নিজেরাই ভেঙেছে ইন্ডিগো। আর এবার ৫০০টি বিমান অর্ডার দেওয়ায় এক হাজারের বেশি বিমানের মালিক হয়ে যাবে এই সংস্থা।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে অর্ডার দেওয়া ৫০০ বিমান হাতে পাবে ইন্ডিগো।
২০০৬ সালে ভারতে যাত্রা শুরু করে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো। তারপর থেকে এয়ারবাসের কাছে ১৩৩০ টি বিমানের অর্ডার দেওয়া হয়েছে। বর্তমানে পাঁচ শতাধিক বিমান যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করছে তারা। প্রতিষ্ঠানটিতে ২৬ হাজারের বেশি কর্মী কাজ করছে।