সাত দিনের মধ্যে পাসপোর্ট পেতে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট

আনুষ্ঠানিকতার নামে হয়রানি বন্ধ করে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের ভিত্তিতে সাতদিনের মধ্যে পাসপোর্ট ইস্যু করার নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

 

রিটে সারাদেশে পাসপোর্ট অফিসের অনিয়ম বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা কেন অবৈধ হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া আরও সহজ করতে নীতিমালা তৈরির নির্দেশনাও চাওয়া হয়েছে।

বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। রিটে স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হয়।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

শুনানি শেষে ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রিট শুনানি মুলতবি করেছেন। পরবর্তীসময়ে শুনানি নিয়ে আদেশ দেবেন আদালত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.