৩৫৮ হাজিকে নিয়ে বিমানের শেষ ফ্লাইট পৌঁছাল ঢাকায়

হজ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে ৩৫৮ হাজি নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এর মধ্য দিয়ে এ বছর সৌদি আরব থেকে হজের ফিরতি ফ্লাইট শেষ হলো।

বৃহস্পতিবার বিমানের পোস্ট হজের শেষ ডেডিকেটেড ফ্লাইট বিজি-৩৬১২ সকাল ৯টা ১০ মিনিটে ৩৫৮ হাজিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়াও সিডিউল ফ্লাইট বিজি-৩৩৬ এর মাধ্যমে আরও ৫০ হাজি দেশে ফিরেছেন।

এবছর পোস্ট হজে বিমান মোট ১৬৮টি ফ্লাইটের মাধ্যমে সর্বমোট ৫৯ হাজার ২৭৩ হাজি পরিবহন করেছে। পোস্ট হজ ফ্লাইট শুরু হয় ২ জুলাই থেকে।

এছাড়াও বছর বিমান প্রি-হজে মোট ১৬০টি ফ্লাইটের মাধ্যমে ৬১ হাজার ১৬৮ হজযাত্রী পরিবহন করেছিল। ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজ ফ্লাইট পরিচালিত হয়।

শেষ হজ ফ্লাইট উপলক্ষে বিমানবন্দরে সমাপনী অনুষ্ঠান আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অনুষ্ঠানে সবশেষ ফ্লাইটের হাজিদের দেশে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এ সময় তিনি হজ পরিচালনার সঙ্গে জড়িত সব সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫ শ জনের বেশি হজ পালন করেছেন। এরমধ্যে অর্ধেক যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রী বহন করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিমান পরিচালনা পর্ষদ বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ আবদুল হামিদ জমাদ্দার, বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সিদ্দিকুর রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.