নোয়াখালীতে পাসপোর্ট দালালচক্রের ১৭সদস্য আটক

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে আটক করেছে র‍্যাব। গত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত দুটি উপজেলার পৃথকস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০টি পাসপোর্ট ও কাগজপত্র জব্দ করা হয়।

আটকেরা হচ্ছেন, ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রুবায়েত (২৩), মহিন উদ্দিন হৃদয় (৩৭), ফারুক আহম্মদ (৩৩), আনোয়ার হোসেন (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাহ উদ্দিন (৩৮), রাসেল আব্দুর রহিম (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাছির উদ্দিন (২২), আমির হোসেন সজিব (২১) ও ওমর ফারুক (২১।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট যোগসাজশে সাধারণ মানুষকে সহজে পাসপোর্ট করে দেওয়ার প্রতিশ্রুত দিয়ে প্রতারণা করে আসছে। একই সঙ্গে এ চক্রের সদস্যরা মোট অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এ সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট করতে গেলে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল সদর ও বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ দালালকে আটক করে।

র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে মাহমুদুল হাসান বলেন, আটক পাসপোর্ট দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে সুধারাম ও বেগমগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ চক্রের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.