পাকিস্তানের নির্বাচনে ভোট কারচুপি নিয়ে রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টার অভিযোগ নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খানের দল পিটিআই-এর চেয়ারম্যান গওহর আলী খান।
আজ রোববার, ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। গওহর আলী বলেন, এই প্রথম একজন কমিশনার তার বিবেক অনুযায়ী সঠিক তথ্য জাতিকে জানিয়েছেন। এর বিচার বিভাগীয় তদন্ত দরকার।
তিনি বলেন, এমন গুরুতর অভিযোগের উপর একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা উচিত এবং একটি তদন্ত করা উচিত এবং সেখানে পাওয়া সব তথ্য জনগণের সাথে ভাগ করে নেয়া উচিত।
রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা অভিযোগ করেছেন যে, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা ‘কারচুপির’ সাথে জড়িত ছিলেন।
যদিও পাকিস্তানের নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি এই অভিযোগ অস্বীকার করেছে এবং এনিয়ে একটি বিবৃতিও দিয়েছে। অভিযোগ তদন্তে কমিটিও করেছে ইসিপি।
চাট্টা বলেন, যেসব প্রার্থীরা ভোটে হারছিলেন, তাদেরই জয়ী করা হয়েছে। আমি এসবের দায় নিজের কাঁধে নিচ্ছি। পাশাপাশি, এ-ও বলছি যে, প্রধান নির্বাচনী কমিশনার এবং প্রধান বিচারপতিও এর সঙ্গে জড়িত।