পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে দীর্ঘ পাঁচ মাস বন্ধের পর আবারও বিদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারগি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারত প্রতি টন পেঁয়াজ ৫৫০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করবে।

এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা পেঁয়াজ আমদানির জন্য আইপি এলসি খোলাসহ সব প্রস্তুতি নিতে শুরু করেছেন। প্রস্তুতি সম্পন্ন হলে আগামী দুয়েকদিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে। এতে করে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অস্থিরতা সেটি কেটে যাবে বলেও জানিয়েছেন তাঁর।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ৭ ডিসেম্বর হতে ৩১ শে মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। পরবর্তীতে চলতি বছরের গত ২৩ শে মার্চ সেই সময়সীমা বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য রপ্তানি বন্ধ করে ভারত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.