ঢাকা-টরন্টো রুটে বাড়ছে বিমানের ফ্লাইট, টিকেটে বিশেষ ছাড়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ৩১ শে অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে। ওই দিন থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বর্তমানে মঙ্গল ও শনিবার বিমানের একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য নতুন ফ্লাইটের টিকিট উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে।

 

অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.