ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন, আলোচনায় বসতে প্রস্তুত

যুক্তরাষ্ট্রের ৪৭তম নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ‘সাহসী মানুষ’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প প্রশাসন তাঁর সঙ্গে যোগাযোগ করলে বা বৈঠক করতে চাইলে তিনি সাড়া দেবেন। প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ট্রাম্পকে নিয়ে পুতিন এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের জয়ের পর প্রকাশ্যে তাঁকে নিয়ে কথা বলেন পুতিন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে তিনি অভিনন্দন জানান।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্প হামলার শিকার হয়, এতে তিনি আহত হন। ওই ঘটনার প্রসঙ্গ টেনে ট্রাম্পের প্রশংসা করে তাঁকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন আরও বলেন, ট্রাম্পের দাবি যে তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধে সহায়তা করবে। তিনি তার প্রচারণার সময় বারবার বলেছেন তিনি ‘এক দিনে’ যুদ্ধ শেষ করতে পারেন। তবে কীভাবে এটি ঘটতে পারে সে সম্পর্কে কখনও বিস্তারিত বলেননি ট্রাম্প।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.