বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম তাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ বাজারে এনেছে। এ উপলক্ষে বিক্রয় ডট কম এবং মাইক্রোম্যাক্স একটি প্রতিযোগিতার আয়োজন করেছে, যেখানে তিনজন ভাগ্যবান বিজয়ীকে মাইক্রোম্যাক্স ক্যানভাস সেলফি স্মার্টফোন পুরস্কার দেওয়া হবে।
অফারটি পেতে আগ্রহীদেরকে বিক্রয় ডট কম’এর অ্যাপ ডাউনলোড করে গুগল প্লে’তে রিভিউ করতে হবে। প্রতিযোগিতা শুরু হয়েছে ২৬ এপ্রিল, ২০১৫ এবং চলবে ৯ মে, ২০১৫ পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশগ্রহন করতে আগ্রহীদের গুগল প্লে থেকে বিক্রয় ডট কম’এর অ্যাপ (http://bit.ly/1DxUMNb) ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপ সম্পর্কিত একটি রিভিউ করতে হবে।
অ্যাপ রিভিউ এর গুনগতমান বিবেচনা করে বিজয়ী নির্বাচন করা হবে এবং প্রতিযোগিতা শেষে বিক্রয় ডট কম এর প্রতিনিধি বিজয়ীদের সাথে যোগাাযোগ করবেন।