এভিয়েশন নিউজ: ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এবার ব্রাজিলে ব্যক্তি মালিকানাধীন বিমানের আনাগোনা দ্বিগুণ হবে। ভ্যালর বিজনেস ডেইলি জানায়, সাত শতাধিক ব্যক্তি বাইরে থেকে ব্যক্তিগত বিমানে ব্রাজিল যাবেন।
টিএএম বিজনেস এভিয়েশনের প্রধান লিওনার্দো ফিউজা জানান, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধনী পর্যটকের সমাগম বাড়বে। এ সংখ্যা ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন তিনি।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় সেখানকার বিভিন্ন বিমানবন্দরে প্রায় ৭০০ ব্যক্তিগত বিমান অবতরণ করে। অনেক বিমান অবতরণের কারণে বিমানবন্দরগুলোয় বেশ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ভ্যালর জানায়, দক্ষিণ আফ্রিকার ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য বিমান চালু, অবতরণ ও পার্কিংয়ের ব্যাপারে বেশ কঠোর ব্যবস্থা নিয়েছে ব্রাজিল সরকার।
সেমিফাইনালের স্পেন ও জার্মানির খেলার আগে ডারবান বিমানবন্দরের টারমাকে জট লেগে এ সমস্যা আরো প্রকট হয়। ব্যক্তিগত বিমানের পাইলটরা বিমানগুলোকে অন্যত্র সরিয়ে নিতে রাজি না হলে জায়গার অভাবে অনেক বাণিজ্যিক বিমান অন্যত্র অবতরণে বাধ্য হয়। ফলে কয়েকশ সমর্থক খেলাটি দেখতে পারেননি।