এভিয়েশন নিউজ: আগামী ১ সেপ্টেম্বর থেকে আমেরিকা ভ্রমণকারীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের কনস্যাল জেনারেল জেমি ফাউস।
গতকাল বুধবার দুপুরে সিলেটে ট্রাভেলস এজেন্টদের সংগঠন আটাবের মতবিনিময় সভায় জেমি ফাউস আরো বলেন, যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছুদের উৎসাহী করে তুলতে নতুন কিছু উদ্ভাবনী প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। যা ভিসা আবেদনের প্রক্রিয়াকে সহজতর করবে।
তিনি বলেন, এতদিন ঢাকার একটি মাত্র ট্র্যাভেলস এজেন্সির মাধ্যমে এ কাজটি সম্পন্ন হতো। এখন অনলাইনে ভিসা পদ্ধতি চালু হলে সব ট্রাভেলস এজেন্সির এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে।
এ সময় জেমি ফাউস বলেন, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ২৯ হাজার লোককে ব্যবসায়িক/ পর্যটক ভিসা প্রদান করা হয়েছে। যা এর আগের বছরগুলোর তুলনায় তিনগুণ বেশি। মতবিনিময় সভায় মার্কিন কনস্যুলেট অফিসের অন্যান্য কর্মকর্তা ছাড়াও আটাবের ঢাকা ও সিলেটের নেতারা অংশ নেন।