রিজেন্টের আন্তর্জাতিক টিকেটে মূল্যছাড়ের মেয়াদ বাড়ল

Regent_Airwaysএভিয়েশন রিপোর্ট : যাত্রীদের চাহিদা ও চাকরিজীবীদের সুবিধার কথা বিবেচনা করে আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে টিকেটে মূল্যছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যের টিকেট ক্রয়ের ক্ষেত্রে যাত্রীরা এই সুবিধা পাবেন। সোমবার প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং আনিসুল আলম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এয়ারওয়েজ কর্তৃপক্ষের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী, গত ১ মে থেকে শুরু হওয়া এই মূল্যছাড়ের মেয়াদ ছিল ৩১ মে পর্যন্ত। নতুন ঘোষণায় মেয়াদ বাড়ল নয় দিন।

বিশেষ এই ছাড়ের আওতায় শুল্কসহ ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ফ্লাইটের টিকিটের দাম পড়বে ২৭ হাজার ৭৭৭ টাকা।

এছাড়া ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২০ হাজার ৮১১, ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৭ হাজার ৪৪৪, ঢাকা-কলকাতা-ঢাকা আট হাজার ১৮৮, চট্টগ্রাম- ব্যাংকক-চট্টগ্রাম ১৯ হাজার ৭৭৭ এবং চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে ১০ হাজার ৬১১ টাকায় টিকিট মিলবে।

রিজেন্টের সব বিক্রয় কেন্দ্র এবং ট্র্যাভেল এজেন্টের কাছে এবং অনলাইনে এই দামে টিকেট সংগ্রহ করা যাবে।

বিশেষ ছাড়ের আওতায় কেনা টিকেটের যাত্রীদের ১০ জুন থেকে ১০ অগাস্টের মধ্যে ভ্রমণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.