যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে নিহত ৫

usa_735947149যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (০৯ মার্চ) রাতে পেনসিলভানিয়ার পশ্চিমাঞ্চলে উইলকিন্সবার্গের শহরতলী পিটসবার্গের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

পেনসিলভানিয়া পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে খুঁজছেন তারা।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান অপর এক নারী।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোয়।

পেনসিলভানিয়া পুলিশ আরো জানিয়েছে, ঘটনাস্থলে পাওয়া আলামতগুলো বিশ্লেষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু’জন হামলাকারী দু’টি ভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন ঘটনার সময়।

এখন পর্যন্ত সন্দেহভাজন দু’জনের কাউকেই আটক করতে পারেনি পুলিশ। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের সহায়তা কামনা করেছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.