একনেকে অনুমোদন পেলো ৬ প্রকল্প

Govt_logo_740216107এক হাজার ২১৯ কো‌টি ২৬ লাখ টাকা ব্য‌য়ে ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (২২ মার্চ) বি‌কে‌লে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, ছয় প্রকল্পে মোট ব্যয় ১ হাজার ২১৯ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ৮৯৪ কোটি ৯২ লাখ টাকা।

সংস্থার নিজস্ব অর্থায়ন ৮৪ কোটি ১৯ লাখ টাকা এবং প্রকল্প সহযোগিতা থেকে ২৪০ কোটি ১৫ লাখ টাকা পাওয়া যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.