উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা ২ যাত্রীর, তড়িঘড়ি ফিরল দিল্লি-জেদ্দা ফ্লাইট!

দুই যাত্রী দরজা খোলার চেষ্টা করায় রানওয়েতে ফিরে এল ইন্ডিগোর দিল্লি-জেদ্দা বিমান। টেকঅফের জন্য তৈরি বিমানটি তখন রানওয়ে ধরে ছুটছিল। সেই সময় দুই যাত্রী দরজা খোলার চেষ্টা করায় কোনও ঝুঁকি না নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট।

মঙ্গলবার ভারতের দিল্লি বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর অনুযায়ী, শ্রীনগর থেকে দিল্লি হয়ে জেদ্দা যাচ্ছিলেন মোট ১১০ জন যাত্রীর একটি দল। তাদের মধ্যে দু-জন বোর্ডিং পাস হারিয়ে ফেলায় বিমানে উঠতে দেওয়া হয় না। সেই নিয়ে বিমানের মধ্যে হইচই শুরু করেন তাদের সহযাত্রীরা। দুই যাত্রী চলন্ত বিমানের দরজা খোলা চেষ্টা করেন।

পরিস্থিতি বুঝে তখনই রানওয়েতে ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। অশান্তি সৃষ্টিকারী দুই মহিলা-সহ পাঁচ যাত্রীকে নামিয়ে দেওয়া হয় বিমান থেকে। বিমানটির সুরক্ষা ব্যবস্থা আরও একবার খতিয়ে দেখে তিন ঘণ্টা পর ছেড়ে যায় বিমানটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.