কতজন মানুষের নির্ভরতা বিমান পরিবহন সংস্থায়?

করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে তপ্ত পরিস্থিতি। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে ২৫ মিলিয়ন মানুষ এই পরিস্থিতিতে কর্মহীন হতে পারেন। এদিকে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোশিয়েশন জানিয়েছে, এই করোনা কাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন বিমান পরিষেবা সংস্থার প্রায় ২৫ মিলিয়ন কর্মচারী। এমন পরিস্থিতিতে রীতিমতো চাঞ্চল্যকর পরিসংখ্যান আসছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোশিয়েশন জানিয়েছে।

বিভিন্ন দেশে লকডাউন ঘোষিত হওয়ায় বহু আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বহু অভ্যন্তরীণ বিমান চলাচলও। ২৫ মিলিয়ন বিমান কর্মী এতে কর্মহীন হতে চলেছেন। এমনই আশঙ্কা বিমান পরিষেবা সংস্থাগুলির।

কতজন মানুষের নির্ভরতা বিমান পরিবহন সংস্থায়?

৬৫. ৫ মিলিয়ন মানুষের নির্ভরতা রয়েছে বিমান পরিষেবা সংস্থাগুলির ওপর। এঁদের মধ্যে পর্যটন বিভাগের সঙ্গে যুক্তদেরও রয়েছে নির্ভরতা এই বিমান পরিষেবা সংস্থার উপর। আর বিমান চলাচল বন্ধ থাকায় পরিস্থিতি আরও বিপাকে পড়ছে বলে খবর।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.