ঢাকা, এপ্রিল ১০, ২০১৬: রবি’র ধন্যবাদ কর্মসূচীর আওতায় শ্রীমঙ্গলের দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’তে আর্ন্তজাতিক মানের সেবার পাশাপাশি বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
রবি’র লয়ালটি অ্যান্ড উইনব্যাক এর জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’র ডিরেক্টর রেজিনা নাসির সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
চুক্তির আওতায় প্লাটিনাম এইস, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরির রবি গ্রাহকরা অগ্রাধিকারভিত্তিতে চেক-ইন সুবিধাসহ রিসোর্টটির রুম ট্যারিফে ৩৩ দশমিক ৩ শতাংশ এবং ফুড অ্যান্ড বেভারেজে ১২ দশমিক ৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। ‘সিএটি’ (ঈঅঞ) লিখে ১২১৩ নম্বরে এসএমএস পাঠিয়ে ‘ধন্যবাদ’ কর্মসূচীর আওতায় নিজের অবস্থান জানতে পারবেন গ্রাহকরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র লয়ালটি অ্যান্ড উইন-ব্যাক এর ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’র মার্কেটিং কনসালট্যান্ট তৃণা ফাল্গুনী।
আরও খবর