বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ২০ বিদেশি জড়িত। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত আছেন বলে পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে।
সোমবার দুপুরে ডিআইজি (সিআইডি) শাহ আলম গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশের কোন লিংক থেকে এই চুরির নির্দেশ দেওয়া হয়েছে, সেটি এখন তদন্ত করে দেখা হচ্ছে।