ভারতের বিভিন্ন এয়ারপোর্ট থেকে ৩ দিনে ৭ জন সোনা পাচারকারী গ্রেফতার

করোনা আতঙ্ক দমিয়ে রাখতে পারেনি সোনার চোরা কারবারিদের।

গত ৩ দিনে দেশের বিভিন্ন এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছে মোট ৭ জন সোনা পাচারকারী।

গত সাত দিনে কেরলের ৪টি বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছে মোট ৫ কেজি চোরাই সোনা।

করোনা পরিস্তিতিতে এখনও দেশের বিভিন্ন জায়গায় তো বটেই বিদেশেও আটকে বহু মানুষ।

দফায় দফায় তাঁদের ফেরানো হচ্ছে নিজের শহরে। বিশেষ বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। আর সেই বিমানে করেও সোনা পাচারের চেষ্টা চলছে।

পুলিশের দাবি, বিদেশে যাঁরা কাজ হারিয়ে ভারতে ফিরছেন তাঁদের কাজে লাগাচ্ছেন এই সোনা পাচারকারী চক্র।

অর্থকষ্টে ভোগা এই মানুষেরা আগে এই কারবারে যুক্ত না থাকলেও এখন প্রলোভনে পা দিচ্ছেন।

বিদেশ থেকে ভারতে আসা বিমানগুলিই বিশেষ করে ব্যবহার করছে চোরা কারবারিরা। চলছে সোনা পাচারের চেষ্টা। আর তা ধরতে সক্রিয় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

সুত্রঃ দ্য ওয়াল ব্যুরো

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.