ক্ষতিপূরণ চায় বেবিচক ও বিমানবন্দরের কর্মরতরাও

করোনার ঝুঁকি নিয়ে কাজ করছেন বেবিচক ও বিমানবন্দরের চাকুরেরাও

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্থানীয় প্রশাসনসহ যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে
মাঠপর্যায়ে কাজ করছেন তাদের কেউ আক্রান্ত হলে গ্রেডভেদে ৫ থেকে ১০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
আর যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তাহলে এর পাঁচগুণ আর্থিক সহায়তা দেয়া হবে।

তবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এ সুবিধার আওতাভুক্ত করা হয়নি।
তাই এসব কর্মকর্তা-কর্মচারীকেও এ ক্ষতিপূরণ দেয়ার অনুরোধ জানিয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, ‘বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির মধ্যে এ মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতর,
তার নিয়ন্ত্রণাধীন অন্যান্য দফতর ও বিমানবন্দরগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সরকারঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে অফিসিয়াল কর্মকালীন সময়েও যাত্রী সাধারণের গমনাগমনের ক্ষেত্রে সাধারণ, স্পেশাল ও চার্টার্ড বিমানে যাত্রী পরিবহন এবং
কার্গো পরিবহন বিমান চলাচলে জরুরিসহ সব সেবা প্রদান করে যাচ্ছে।’

‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনান্য বিমানবন্দরে ২৪ ঘণ্টা খোলা রেখে যাত্রী ও কার্গো সেবা প্রদান করতে হচ্ছে।
বৈশ্বিক করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশ হতে কার্গো বিমানের মাধ্যমে মালামাল ও অন্যান্য বিমানের মাধ্যমে যাত্রী
সাধারণের আগমনের ফলে বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে, ‘প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক
ক্ষতিপূরণ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৩ এপ্রিল একটি পরিপত্র জারি করে।
ওই পরিপত্রে ডাক্তার, নার্সসহ করোনা ঝুঁকির মধ্যে যারা দায়-দায়িত্ব পালন করছে তাদের ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা করা হয়েছে।
ওই প্রাধিকারের তালিকায় প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীও অন্তর্ভুক্ত আছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.