বিশ্বের ৪৮ গন্তব্যে ফ্লাইট বিস্তৃত হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের

জুলাই মাসে আরো সাতটি নতুন গন্তব্যে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।
এর ফলে এমিরেটসের যাত্রী পরিবহন নেটওয়ার্কে ঢাকাসহ মোট গন্তব্যের সংখ্যা দাঁড়াবে ৪৮।
নতুন গন্তব্যগুলো হলো—খার্তুম (৩ জুলাই), আম্মান (৫ জুলাই), ওসাকা (৭ জুলাই), নারিতা (৪ জুলাই), এথেন্স (১৫ জুলাই), লারনাকা (১৫ জুলাই) এবং রোম (১৫ জুলাই)।
৭ জুলাই থেকে ব্যবসা ও পর্যটন ভ্রমণের জন্য দুবাই উন্মুক্ত করার ঘোষণা প্রদান করা হয়েছে।
নতুন আকাশ ভ্রমণ প্রটোকল অনুসরণ করে এই ঘোষণা কার্যকর হবে।
এর ফলে স্থানীয় অধিবাসী ও ভ্রমণকারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইউএই নাগরিক এবং রেসিডেন্ট ও বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণের সুযোগ সৃষ্টি হয়েছে।
৭ জুলাইয়ের আগ পর্যন্ত যাত্রীরা শুধু দুবাইয়ে ট্রানজিট নিয়ে বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন।
তবে ইউএই নাগরিকরা দুবাই আসা-যাওয়া করতে পারবেন।
দুবাই ভ্রমণকারী বিদেশি নাগরিকদের দেশটিতে অবস্থানের পুরো সময়ের জন্য কভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবীমা পলিসি থাকা বাধ্যতামূলক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.