পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান’ লিখতেও ভুল করল !

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উদ্ভট এবং হাস্যকর জন্ম দিতে জুড়ি নেই। তাই বলে দেশের নাম লিখতে ভুল হবে? এটাও মেনে নেওয়া যায়?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্প্রতি এমন এক টুইট হাস্যরসের জন্ম দেয়। পাশাপাশি তুমুল সমালোচনাও হয়েছে সোশ্যাল সাইটে। জাতীয় দলের ইংল্যান্ড সফর নিয়ে ওই টুইট করেছিল পিসিবি।

গত রবিবার ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উড়াল দেয় পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেটারদের মনোবল বাড়াতে তাদের রওনা দেওয়ার কয়েকটি ছবি সহ একটি পোস্ট দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তাতে ইংরেজিতে ‘পাকিস্তান’ বানান ভুল লেখা হয়। ‘এস’-এর জায়গায় আরও একটি ‘এ’ পড়ে যায়। সাথে সাথে শুরু হয়ে যায় ট্রোলিং।

পিসিবির বিষয়টি নজরে আসতেই দ্রুত ভুল পোস্ট ডিলিট করে নতুন পোস্ট দেয় । কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ভুল পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয় গেছে। কিছু সোশ্যাল সাইট ইউজার সেই স্ক্রিনশট পিসিবির সংশোধিত পোস্টের কমেন্টে দিতে থাকেন। পাশাপাশি নিজেদের মতো করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতেও ছাড়েনি কেউ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.