পাকিস্তান ইন্টারন্যাশনাল এযারলাইন্সকে নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না ৷
পাইলটের ভুয়ো ডিগ্রি নিয়ে বিমান চালানো এবং সংস্থার নিয়ম ভাঙার অভিযোগ আগেই উঠেছিল ৷
এবার সংস্থার ৫২ জন কর্মীকে ছাঁটাই করল পাকিস্তানের রাষ্ট্রায়ত্ব বিমানসংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স৷
গত শুক্রবারই এই সিদ্ধান্ত নেওয়া হয় বিমানসংস্থার পক্ষ থেকে ৷
এর পাশাপাশি ১১ জন এমন কর্মীও রয়েছেন, যাঁদের কাজের প্রশংসা করে তাঁদের চিঠিও পাঠিয়েছে পিআইএ ৷
সম্প্রতি ভুয়ো পাইলট ডিগ্রি এবং সুরক্ষার কথা ভেবে ১৪০-এর বেশি পাইলটকে অনির্দিষ্টকালের জন্য ‘গ্রাউন্ডেড’ বা সাসপেন্ড করেছে
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ৷
করাচিতে পাক বিমান দুর্ঘটনার পর থেকেই তার কারণ অনুসন্ধান করতে গিয়ে পাকিস্তানের এভিয়েশন সেক্টর নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্যই সামনে এসেছে ৷
যার জেরে এবার ৫২ জন কর্মী ছাঁটাইও করল বিমানসংস্থা ৷
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের হিউমান রিসোর্স (HR) বিভাগের তরফে চিঠি দিয়ে জানানো হয়,
‘‘ শৃঙ্খলা রক্ষা করা যে কোনও সংস্থার কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ সংস্থার দায়িত্ব কর্মীদের সমস্ত নিয়মকানুন এবং শৃঙ্খলা মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা ৷
পাশাপাশি যে সমস্ত কর্মীরা দুর্দান্ত কাজ করছেন, তাঁদের প্রশংসা করা এবং যারা ঠিক কাজ করছেন না তাঁদের শাস্তি দেওয়া সংস্থার কর্তব্য ৷
সমস্ত বিষয়গুলিই আইন মেনে করা হচ্ছে ৷ ’’