বাংলাদেশ বিমানের আবুধাবি ও দুবাই ফ্লাইট শুরু হচ্ছে আজ

প্রথমবার তারিখ পেছানোর পর শুরু হচ্ছে বাংলাদেশ বিমানের আমিরাত ফ্লাইট।
আজ বৃহস্পতিবার থেকে দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

উল্লেখ্য এদুইটি রুটে গত মঙ্গলবার থেকে বিমানের ফ্লাইট চালানোর সিদ্ধান্ত ছিল। সেভাবে প্রস্তুতিও নেয়া হয়েছিল।
কিন্তু শেষ মুহূর্তে গত রবিবার হঠাৎ করে বিমান সিদ্ধান্ত নেয়, এই দুই রুটে ফ্লাইট পরিচালনা করবে না।

এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় স্থগিত হওয়া এ রুট চালু করতে হবে।
এরপরই দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থা।

এ সম্পর্কে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক বলেন, আমরা ৯ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।

আমরা সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলেছি।
৯ জুলাই থেকে এই দুই রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.