বিমানবন্দরে ফেলে যেতে হলো মায়ের বুকের দুধ

dud1461470783এক মার্কিন মাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তার বুকের দুধ ফেলে যেতে বাধ্য করা হয়েছে। বিমানে যাতায়াতের নিয়মের দোহাই দিয়ে কর্তৃপক্ষ এ কাজটি করেছে বলে জানিয়েছেন তিনি। ফেসবুকে লেখা একটি খোলা চিঠিতে জেসিকা কোয়াকলি মার্টিনেজ নামের ওই নারী এ অভিযোগ করেছেন।

জেসিকা জানান, তিনি তার আট মাসের শিশুসন্তানকে ছাড়াই ভ্রমণ করছিলেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় কর্মকর্তারা তার স্তনে জমে থাকা দুধ ফেলে যেতে বলেন। কর্মকর্তারা জানান, ব্রিটিশ যোগাযোগ মন্ত্রণালয় বিমানে তরল খাবার বহনে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। সে অনুযায়ী, কেবল স্বচ্ছ ও পুনরায় বন্ধ করা যায় এমন কোনো কনটেইনারে ১০০ মিলিলিটার বা এর কম পরিমাণ তরল খাবার বহন করা যাবে। তবে শিশুখাদ্যের ব্যাপারে ব্যতিক্রম রয়েছে। এ ক্ষেত্রে শিশুকে অবশ্যই যাত্রীর সঙ্গে ভ্রমণ করতে হবে।

এই নিয়মের দোহাই দিয়ে কর্মকর্তাকে জেসিকাকে তার স্তনে থাকা ১৪ দশমিক ৮ লিটার দুধ বের করে ফেলতে বাধ্য করেন। এ সময় তিনি কর্মকর্তাদের বলেন, ‘আপনারা আমার শিশুর প্রায় দুই সপ্তাহের খাবার নষ্ট করতে বাধ্য করছেন।’

ক্ষুব্ধ জেসিকা ফেসবুকে লেখা ওই চিঠিতে কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘এখন আমার শিশুকে কেবল বুকের দুধ দেওয়ার সুযোগ নেই। কারণ আমার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আমি যখন কর্মস্থলে থাকি তখন তাকে পর্যাপ্ত দুধ দিতে পারি না। একজন কর্মজীবী মা হওয়ার কারণে চাকরি বজায় ও শিশুর সঠিক প্রয়োজন মেটাতে সবচেয়ে কঠিন কাজগুলো আমি এত দিন করেছি কিন্তু মাত্র একটি বিকেলে আপনারা সব অসম্ভব করে দিলেন।’

তিনি বলেন, আক্ষরিক অর্থে আপনারা আমার শিশুর মুখের খাবার কেড়ে নিয়েছেন। আপনারা আমাকে অপমানিত করেছেন এবং একজন কর্মজীবী নারী ও মাকে পুরোপুরি পরাজিত করেছেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.