মঙ্গলবার থেকে আবুধাবিতে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট

সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট চলবে

করোনা মহামারিতে প্রায় সাড়ে তিন মাস পর মঙ্গলবার (১৪ জুলাই) থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফের নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে তিনদিন এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

রোববার (১২ জুলাই) বিমানের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিমান সূত্র জানায়, ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে আগামী ১৪ জুলাই থেকে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট চলবে।
তবে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারীদের অবশ্যই ঢাকায় দেশটির সরকার নির্ধারিত পিসিআর ল্যাব থেকে যাত্রার ৯৬ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে।
শুধুমাত্র নেগেটিভ সার্টিফিকেটধারী যাত্রীরাই আরব আমিরাত ভ্রমণ করতে পারবেন।

এছাড়া দেশটির আরেক গন্তব্য দুবাইয়ে আগামী ১৭ জুলাই থেকে নিয়মিত ফ্লাইট শুরু করবে বিমান।
ঢাকা-দুবাই-ঢাকা রুটে সপ্তাহের প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চালানো হবে।

ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭ ৭১৫৬১৩-১৬ যোগাযোগ করে জানা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.