লেবাননে ১ লাখ ৬০ হাজারের মতো বাংলাদেশি কর্মী রয়েছেন।
যার মধ্যে প্রায় ৩৫ হাজার কর্মীই নানা কারণে অবৈধ হয়ে পড়েছেন।
এসব অবৈধসহ দেশে ফিরতে আগ্রহীদের শিগগিরই দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
সংশ্লিষ্টরা আশা করছেন, ২০২১ সাল নাগাদ দেশে আসতে আগ্রহী সবাইকেই ফেরানো সম্ভব হবে।
চলতি বছরের শুরুতেই লেবানন থেকে ফিরতে আগ্রহীদের নাম নিবন্ধনের সুযোগ দেয় দূতাবাস।
তখন কাজের কোনো সুযোগ না থাকায় সেখান থেকে বৈধ-অবৈধ মিলে ৭ হাজার ৬৭৪ জন বাংলাদেশে ফিরতে দূতাবাসের মাধ্যমে নিবন্ধন করেন।
করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝিতে নিবন্ধন বন্ধ হয়ে যায়। তবে নিবন্ধিতদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান থাকে।
বিমানের টিকিট পাওয়ার ওপর নির্ভর করে এসব কর্মীকে দেশে পাঠানো হবে বলে দূতাবাস সূত্র জানায়।