একবার ঢাকা থেকে কার্যক্রম গুটিয়ে নিয়ে ফের ফ্লাইট শুরু করতে চায় বিমানসংস্থা ইতিহাদ এয়ারওয়েজ।
সরাসরি ঢাকা-আবুধাবি রুটে ৫ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে একটি চিঠি দিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ।
এর আগে ২০১৮ সালে ১ অক্টোবর ইতিহাদ এয়ারওয়েজ ঢাকা থেকে তাদের ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেয়।
সম্প্রতি ইতিহাদ বেবিচকের কাছে ফ্লাইট চালুর অনুমতি চেয়ে আবদেন করেছে। তাদের অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
কিন্তু কেন ঢাকা থেকে কার্যক্রম গুটিয়েছিলো ইতিহাদ এয়ারওয়েজ?
২০১৮ সালে বেবিচক বিদেশি এয়ারলাইন্সগুলোকে কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশি জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগের বিধান চালু করে।
জিএসএ প্রতিষ্ঠানের মালিকানারও বাংলাদেশি নাগরিকের হতে হবে। সে সময়ে বেবিচকের এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বাংলাদেশে থেকে কার্যক্রম গুটিয়ে নেয় ইতিহাদ।