মহামারী করোনার এ সময়ে বাড়লো আকাশপথে ভ্রমণের খরচও। এখন থেকে আকাশপথে কোথাও গেলেই উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি বাবদ গুণতে হবে বাড়তি টাকা।
এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এ ফি বাবদ ৩ থেকে সাড়ে ৩শ’ কোটি টাকা আয় হবে প্রতি বছর।
অভ্যন্তরীণ রুটে যাত্রীদের বিমান ভ্রমণে খরচ বাড়লো ১৭০ টাকা।
আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে প্রতি যাত্রীকে উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা।
এছাড়া, সার্কভুক্ত দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে প্রতি যাত্রীকে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ ডলার বা প্রায় ৪শ’ টাকার বেশি।
আর যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৬ ডলার বা প্রায় ৫শ’ টাকা।
পরিচালন ব্যয় মেটাতেই এই ফি নির্ধারণ করা হলেও, একে বাড়তি চাপ হিসেবে দেখছেন বেশিরভাগ যাত্রী।