বেড়েছে বিমানের ভাড়া, যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া

মহামারী করোনার এ সময়ে বাড়লো আকাশপথে ভ্রমণের খরচও। এখন থেকে আকাশপথে কোথাও গেলেই উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি বাবদ গুণতে হবে বাড়তি টাকা।
এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এ ফি বাবদ ৩ থেকে সাড়ে ৩শ’ কোটি টাকা আয় হবে প্রতি বছর।

অভ্যন্তরীণ রুটে যাত্রীদের বিমান ভ্রমণে খরচ বাড়লো ১৭০ টাকা।
আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে প্রতি যাত্রীকে উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা।
এছাড়া, সার্কভুক্ত দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে প্রতি যাত্রীকে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ ডলার বা প্রায় ৪শ’ টাকার বেশি।
আর যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৬ ডলার বা প্রায় ৫শ’ টাকা।
পরিচালন ব্যয় মেটাতেই এই ফি নির্ধারণ করা হলেও, একে বাড়তি চাপ হিসেবে দেখছেন বেশিরভাগ যাত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.