ফ্লাইট বাড়াচ্ছে এমিরেটস এয়ারলাইন্স

এভিয়েশন নিউজ রিপোর্টঃ
এমিরেটস এয়ারলাইন্স ঘোষণা করেছে যে তারা ১৮ সেপ্টেম্বর থেকে মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালু করবে।
ফ্লাইটগুলি পুনরায় শুরু করায় এমিরেটস এয়ারলাইন্সের আফ্রিকান নেটওয়ার্কে মোট গন্তব্য হল ১৪ টি , কারণ এয়ারলাইনটি নিরাপদে এবং ধীরে ধীরে বিশ্বজুড়ে তার গ্রাহকদের ভ্রমণের চাহিদা মেটাতে নেটওয়ার্ক সম্প্রসারন করছে।

কাসাব্লাঙ্কা এর ফ্লাইটগুলি বুধবার, শুক্র ও রবিবারে সপ্তাহে তিনবার পরিচালিত হবে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK751 দুবাই থেকে ৭:২৫ এ যাত্রা করবে, ক্যাসাব্লাঙ্কায় পৌঁছবে ১২:৪৫। এমিরেটস ডট কম, এমিরেটস অ্যাপ, এমিরেটস বিক্রয় অফিস, ট্র্যাভেল এজেন্ট এবং অনলাইন ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুক করা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.