এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের উপর দুবাইয়ের নিষেধাজ্ঞা।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে সাসপেন্ড করেছে আমিরাতের দুবাই সিভিল অ্যাভিয়েশন অথারিটি ৷
১৮ সেপ্টেম্বর থেকে শুরু করে ২ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে এই সাসপেনশন ৷
উড়োজাহাজ করোনা পজিটিভ এক যাত্রীকে নিয়ে ভ্রমণ করার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এই বিমানসংস্থার অপারেশন সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ৷
গত ৪ সেপ্টেম্বর জয়পুর থেকে এক ফ্লাইটে একজন করোনা পজিটিভ যাত্রীকে নিয়ে দুবাই যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি ৷
জয়পুরের একটি করোনা টেস্ট সেন্টারে ওই যাত্রীর রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও কেন তাকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হলো এই নিয়েই উঠছে প্রশ্ন।
আগামী দু’সপ্তাহ দুবাইয়ে সব এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুবাই সিভিল অ্যাভিয়েশন অথারিটি ৷