মালয়েশিয়ায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণ চিহ্নিত হওয়ার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে দুই দফায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
এবার সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ৬টি ক্যাটাগরিতে আবারও মালয়েশিয়া প্রবেশের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার।
তবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মালয়েশিয়ার বাইরে ছুটিতে থাকা সাধারণ প্রবাসীরা দেশটিতে ফিরতে পারবে না বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
করোনার প্রাদুর্ভাব কমাতে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারির মাত্র তিন দিন পর তা শিথিল করেছে মালয়েশিয়া সরকার।
২১ সেপ্টেম্বর থেকে ৬টি ক্যাটাগরিতে পুনরায় মালয়েশিয়া প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার।
এতে বলা হয়, দেশটিতে যারা স্থায়ী নাগরিক, ইমপ্লয়মেন্ট পাস ক্যাটাগরি, প্রফেশনাল ভিসিট পাস, ডিপেন্ডেন্ট পাসের সকল ক্যাটাগরি, দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস এবং গৃহ পরিচারিকা পাসধারীরা প্রবেশ করতে পারবেন।
প্রবাসী এবং পেশাদারদের মালয়েশিয়ায় প্রবেশের আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে। এছাড়া যে কোনো প্রবাসী যারা মালয়েশিয়া ছেড়ে চলে যেতে চাইবে তারা অনুমোদন ছাড়াই মালয়েশিয়া ত্যাগ করতে পারবে।
সুত্রঃ সময়নিউজ.টিভি