মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধতা প্রদান এবং বাংলাদেশে আটকে পড়া কর্মীদের দ্রুত ফিরিয়ে নিতে কাজ করছে দেশটির সরকার।
গতকাল মঙ্গলবার মালয়েশিয়া সরকারের মানবসম্পদ মন্ত্রণালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠক এমন আশ্বাস দেওয়া হয়।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানানের সাথে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম বৈঠকে মিলিত হলে এসব কথা বলেন তিনি।
বৈঠকে ছুটিতে থাকা বাংলাদেশি কর্মীদের কাজে যোগদান, অবৈধদের বৈধতা প্রদান, শ্রম কল্যাণ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
করোনাভাইরাস পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশি কর্মীকে নিজ দেশে ফেরত না পাঠিয়ে নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ প্রদান করায় ধন্যবাদ জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে।
আজ সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।