ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউ

আগামী বছরই নাগরিকদের হাতে করোনাভাইরাসের ভ্যাকসিন তুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
এদিকে করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ে, ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, অক্টোবরে ইতালির অবস্থা আরো খারাপ হতে পারে।

জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে শুক্রবার ভাষণ দেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
অনলাইনে দেওয়া ভাষণে তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরই নাগরিকদের হাতে পৌঁছাবে করোনাভাইরাসের ভ্যাকসিন।
করোনাভাইরাসের ভ্যাকসিন কোন বিলাসিতা নয় বলেও মন্তব্য করেন তিনি।
এসময় অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তোরণের বিষয়েও আশা প্রকাশ করেন তিনি।

গত কিছুদিন ধরেই ইতালিতে আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.