বিমানে পুনরায় খাবার দেওয়া চালু করলো এমিরেটস

করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ করে দেয়া ফ্লাইটে খাবারসহ বিলাসবহুল সেবা পুনরায় চালু করছে এমিরেটস।
যাত্রীদের পর্যাপ্ত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এয়ারলাইনের পক্ষ থেকে এসব ইন-ফ্লাইট সার্ভিস চালু করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এমিরেটস বাংলাদেশ।

এমিরেটস জানায়, শীত মৌসুমে যাত্রীদের জন্য পুষ্টিকর ওয়েলকাম ড্রিংকস দেয়া হবে।
এছাড়া এমিরেটসের সর্বাধুনিক দ্বিতল এয়ারবাস এ-৩৮০ বিমানে ভ্রমণকারী প্রথম ও বিজনেস শ্রেণির যাত্রীরা অনবোর্ড লাউঞ্জ থেকে বিভিন্ন পানীয় ও প্যাকেটকৃত খাবার নিয়ে নিজ আসনে বসে খেতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.