আরব মরুভূমির ঠিক মাঝামাঝি অবস্থিত আরব আমিরাতের আবহাওয়া মূলত গ্রীষ্মপ্রধান। গোটা বছরই তাপমাত্রার পারদ থাকে তিরিশের ওপরে।
মার্চ থেকে অক্টোবর মাসে তা গিয়ে পৌঁছায় চল্লিশের কোঠায়।
তবুও, পর্যটনের দিক থেকে দুবাই বিশ্বের অনেক দেশের পর্যটকদেরই পছন্দের গন্তব্য হয়ে উঠেছে গত দুই দশকে।
করোনা সব দেশেরই পর্যটন খাতে বড় ধাক্কা দিয়েছে।
দুবাইয়ের সঙ্গে অন্যান্য দেশের বিমান যোগাযোগ করোনাকালে স্বাভাবিকের চেয়ে ৭০ শতাংশ কমিয়ে দেয়া হয়।
শুধু তাই নয়, দুবাইয়ের বাসিন্দার সংখ্যাও কমে যায় ৮ শতাংশ, যা আমিরাত অঞ্চলের ইতিহাসে নজিরবিহীন।
কিন্তু কর্তৃপক্ষের আশা, ‘দুবাই এক্সপো’র মতো উৎসবকে সামনে রেখে নতুন করে পর্যটনে নতুন জোয়ার আনা সম্ভব হবে।