নতুন বিতর্কে জড়িয়েছেন ইমরান খান

বিশ্বের প্রতিটি দেশে প্রায়ই শোনা যায় ধর্ষণের ঘটনা।
আর এই ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে নারীর পোশাককে দোষারোপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এমন মন্তব্যের পর বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি।

বুধবার বিবিসির একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করে বলেন, ‘যেকোনো সমাজেই ধর্ষণের ঘটনা বৃদ্ধি ইঙ্গিত দেয় যে, সেখানে অশ্লীলতা বেড়ে গেছে।’

ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরার পরামর্শও দেন। তিনি বলেন, ‘পর্দা করার সারবস্তুই হলো আকর্ষণ করা থেকে বিরত থাকা।
নিজেকে বিরত রাখার ইচ্ছাশক্তি সবার নেই।’

মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন অধিকার সংগঠন ইমরান খানের এমন মন্তব্যের পর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
বুধবার অনলাইনে এ সংক্রান্ত একটি বিবৃতিতে অনেকে স্বাক্ষরও করেছেন। বিবৃতিতে ইমরান খানের মন্তব্যকে ‘ত্রুটিপূর্ণ, রূঢ় ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.