পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ধর্ষণ নিয়ে মন্তব্যে তোলপাড় চলছে দেশব্যাপী।
নারীবাদী ও মানবাধিকার কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ক্ষোভের অনলে ঘি ঢেলেছেন ইমরানের সাবেক স্ত্রী রেহাম খান।
বিবিসির সাবেক সংবাদ পাঠিকা রেহাম খান ইমরান খানের মন্তব্যের বিষয়ে দৈনিক ডেইলি মেইলকে বলেন, ইমরানকে ভণ্ড, যোচ্চুর।
সেই সঙ্গে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন।
তিনি ইমরানকে ‘প্রমাণহীন ক্ষমা চাওয়া ধর্ষক’ বলেও মন্তব্য করেন।
ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠ কাপানো ইমরানকে বিয়ে করা রেহাম জানান, নারী ইস্যুতে ইমরান সব সময়েই ধরাছোঁয়ার বাইরে।
তিনি সুচতুরভাবে নারীসঙ্গ দিয়েছেন।
রেহাম আরও জানান, খান তার পারিবারিক পদবি।
ইমরানের খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার পর তার নামের শেষে খান যোগ হয়নি।
রেহামের মূল্যায়ন ইমরান খান আদর্শ পুরুষ নন।
স্বামী হিসেবে তিনি ব্যর্থ।