ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্তব্য করার পর তার দেশে বিক্ষোভ শুরু হয়েছে।
অ্যাক্টিভিস্টি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে।
নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য ইমরান খানকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে মন্তব্য করেছেন, তাতে সরাসরি ভুক্তভোগীকে দায়ী করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার দাবিতে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা।