আমিরাত মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণ দেয়ার জন্য একজন নারীকে নির্বাচিত করেছে।
বিশ্বে প্রথমবারের মতো কোনো আরব নারীকে এমন অভিযানের জন্য নির্বাচিত করা হলো। খবর রয়টার্সের।
আমিরাতি নাগরিক নোরা আল-মাতরুশির বয়স ২৭ বছর।
তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষে বর্তমানে আবু ধাবির জাতীয় পেট্রোলিয়াম নির্মান কোম্পানিতে কর্মরত আছেন। তিনি নাসার ২০২১ সালের ‘অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট’ ক্লাসে অংশগ্রহণ করবেন।