ল্যান্ডিং অনুমতি মিলেছে সৌদি আরবে, আজ পাঁচ দেশে ১২ বিশেষ ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বাংলাদেশ থেকে সৌদি আরবে ফ্লাইট ল্যান্ডিং অনুমতি মিলেছে। সেইসঙ্গে আজ রবিবার সারাদিনে পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত আছে।

রবিবার গণমাধ্যমকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাপরিচালক তাহেরা খন্দকার বলেন, বিশেষ ফ্লাইট পরিচালনার দ্বিতীয় দিনে কোনো সমস্যা নেই। সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি মিলেছে। জেদ্দায় অনুমতি ছিল কিন্তু রিয়াদ ও দাম্মামে পৃথকভাবে অনুমোদন নিতে হয়। আমরা সব অনুমোদন পেয়েছি। আজ দাম্মামে বাড়তি একটি ফ্লাইট যুক্ত হয়েছে।

তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টার মধ্যে রিয়াদের উদ্দেশে বিশেষ ফ্লাইট রওনা দিয়েছে। পাশাপাশি ওমানের মাস্কাটে ও দুবাইয়ে রওনা হয়েছে বিশেষ ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান গণমাধ্যমকে জানান, আজ সারাদিনে পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত আছে।

আজ কোনো সমস্যা নেই। সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। রিয়াদ-মাস্কাট ও দুবাইয়ের উদ্দেশে এরই মধ্যে তিনটি ফ্লাইট রওনা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.