কানাডায় বাংলাদেশি অধ্যুষিত বেশ কয়েকটি শহরে অসময়ে তুষারপাত

বাংলাদেশি অধ্যুষিত কানাডার টরেন্টো, মন্ট্রিয়লসহ বেশ কয়েকটি শহরে অসময়ে শুরু হয়েছে তুষারপাত। দু’দিন ধরে চলা এ তুষারপাতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, আরো দু-একদিন এ তুষারপাত চলতে পারে।

এপ্রিলের এই সময়ে শীত প্রধান দেশ কানাডায় চলছিল গ্রীস্মকালীন প্রস্তুতি। শীতের কাপড়ের পরিবর্তে দেশটির নাগরিকরা সংগ্রহ করেছিলেন গরমের পোশাক।

বাংলাদেশি অধ্যুষিত টরেণ্টো, মন্ট্রিয়লসহ বেশ কয়েকটি শহরের সড়ক, ফুটপাথ, খেলার মাঠ, গাছ- সব ঢেকে গেছে হঠাৎ করেই শুরু হওয়া ভারি তুষারে।

দেশটির সাধারণ মানুষ অসময়ের এমন তুষারপাতে সমস্যায় পড়েছেন । মারত্মকভাবে চলাচল ব্যাহত হচ্ছে স্কুলের কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারীদের। কানাডার আবহাওয়া দফতর জানিয়েছে, আরো কয়েকদিন তুষারপাত অব্যাহত থাকতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.