৫ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ,চলবে বিশেষ ফ্লাইট

আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৫ মে পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান লকডাউনের সঙ্গে সমন্বয় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবাসী কর্মীদের জন্য বিশেষ বিবেচনায় চালু থাকা পাঁচটি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চলাচল করবে। সেই সাথে আজ রাত থেকে কুয়েত ও বাহরাইনের বিশেষ ফ্লাইট চলাচল শুরু হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার রাতে এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে এ মুহূর্তে সংক্রমণ ঠেকাতে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখাই শ্রেয় মনে করেছি।’

তিনি বলেন, ‘শুধুমাত্র প্রবাসী কর্মীদের জন্য বিশেষ বিবেচনায় চলমান সাতটি দেশের (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও বাহরাইন) বিশেষ ফ্লাইট ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.