লকডাউনের মাঝেই মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের গ্রেপ্তার অভিযান

আগামী ১ জুন থেকে মালয়েশিয়ায় মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুরু হচ্ছে দুই সপ্তাহের কড়া লকডাউন। চলবে ১৪ জুন পর্যন্ত।

দুই সপ্তাহের কড়া লকডাউনে ৭০ হাজার আইন প্রয়োগকারী কর্মকর্তা মোতায়েন থাকবে এবং দেশজুড়ে আট শতাধিক সড়ক অবরোধ স্থাপন করা হবে, যা ইতোমধ্যে ছয়শটি স্থাপন রয়েছে।

এই লকডাউনের মধ্যেই দেশটিতে বসবাসরত অবৈধ বিদেশি অভিবাসীদের আটকে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদিন।

শনিবার (২৯ মে) সংবাদ সম্মেলন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেআইএম জাতীয় নিবদ্ধকরণ বিভাগ (এনআরডি) এবং পুলিশদের সাথে এই কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ এ অভিযানে গ্রেপ্তারকৃতদের জন্য অতিরিক্ত আটক কেন্দ্র বরাদ্দ রাখতে জেল বিভাগ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, গতবার আমাদের কারাগারগুলো সক্ষমতা ছাড়িয়ে গিয়েছিল। তবে এবার সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত। মালয়েশিয়ায় স্যাটেলাইট কারাগার এবং আটক কেন্দ্র প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.